নিজস্ব সংবাদদাতা: বিহার থেকে বড় বার্তা দিলেন পূর্ণিয়ার স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব। বলেন, "এই জন্মে বিজেপি বাংলায় সফল হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে পারবে না"।
পাপ্পু যাদব আরো বলেন, "ভারতে বিজেপি কখনও একা নির্বাচন জিততে পারে না। তারা কেবল কারও কাঁধে বন্দুক রেখেই জিততে পারে। যেখানেই বিজেপি সরকার গঠন করবে না, তারা রাষ্ট্রপতি শাসনের অধীনে শাসন করতে চায়"।
/anm-bengali/media/media_files/dzEa8iS1zgHYWf2gqZl0.jpg)