জয়ললিতার ৭৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ও. পন্নিরসেলভাম !

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও. পন্নিরসেলভম, সেই রাজ্যের অন্যতম প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার ৭৭তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

author-image
Debjit Biswas
New Update
JAYALALITA

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার ৭৭তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন, সেই রাজ্যের অন্যতম প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে লিডার ও. পন্নিরসেলভম। জয়ললিতা, যিনি "আম্মা" নামে বিশেষ ভাবে পরিচিত ছিলেন, তামিলনাড়ুর রাজনীতিতে এক অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পন্নিরসেলভম এআইএডিএমকের ঐতিহ্য ও তার নেতৃত্বের অবদানের কথা স্মরণ করেন।