রাজধানীর রাস্তায় রাস্তায় আতঙ্ক ! সবাই ছুটছে এদিক ওদিক, কি হল ?

এই মাসের শুরুর দিকে, দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অংশ চারটি ভূমিকম্পের পরে শক্তিশালী কম্পন দেখেছিল, ৩ অক্টোবর নেপালে আঘাত হানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার সবচেয়ে শক্তিশালী।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার ফরিদাবাদের কাছে ৩.১ মাত্রার ভূমিকম্পের পর, রবিবার দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এবং উত্তর ভারতের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। আচমকা কম্পন অনুভূত হওয়াতে সবাই যে যার জায়গা থেকে উঠে খোলা আকাশের নিচে এসে দাড়ায়। 

hiring 2.jpeg

অফিস পাড়ায় পরে যায় শোরগোল। সবাই পড়িমারি করে ছুটতে থাকে। দেখুন সেই ভিডিও।

hire