নিজস্ব সংবাদদাতা: অতিমহামারী থামার লক্ষণ নেই। ভাইরাস নির্মূল করা যাবে না। ফলে আগামীদিনে আরও বড় কোনও মহামারী আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনার আগে সার্স, মার্স, মারবার্গ ভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপে আসে। সেইসব ভাইরাস ফের তাদের চরিত্র বদলে নতুন চমক দেখাতে পারে। জেনেটিক মিউটেশন বা জিনগত বদল ঘটতে পারে। পশুপাখিদের শরীর থেকেও ভাইরাস ছড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি।
কোভিড অতিমহামারীতে বিশ্ব এক নতুন ও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে এটা অস্বীকার করা যাবে না। নগরসভ্যতার অতিরিক্ত বাড়াবাড়ি, গাছপালা কেটে, বনজঙ্গল সাফ করার ফলে বন্য প্রাণিরা অনেক বেশি মানুষের কাছাকাছি আসছে। নানা রকম প্রাণীর মাংস খাওয়ার অভ্যাসও মানুষকে সমস্যার মুখে ফেলে দিচ্ছে।