নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের কৃষিমন্ত্রী গুরমিত সিং খুদ্দিয়ান আজ রাজ্যে চলমান গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় তার গ্রামের খুদিয়ার একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ পাঞ্জাবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। সূত্র মারফত জানা গিয়েছে যে, 'সরপঞ্চ' এবং 'পঞ্চ' পদের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জোরকদমে চলেছে নির্বাচন।
এই আবহেই আজ সমগ্র পাঞ্জাবে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। আরও জানা গিয়েছে যে, রাজ্যের ১৩,০০০ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯,০০০টিরও বেশি ভোট কেন্দ্র রয়েছে। রাজ্যে মোট ১.৩৩ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। যার মধ্যে ৭০.৫১ লক্ষ পুরুষ ভোটার এবং ৬৩.৪৬ লক্ষ মহিলা ভোটার রয়েছে।
এই আবহে আরও জানা গিয়েছে যে, ফিরোজপুরের ডিসি দীপশিখা শর্মা জানিয়েছেন যে, নির্বাচনকে সামনে রেখে ১৫ অক্টোবর সারাদিন থেকে ১৬ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।