সব জল্পনার অবসান ! ভারতীয় দলের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম

প্রথমে মনে করা হচ্ছিল যে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম থাকার বিরোধিতা করবে বিসিসিআই, কিন্তু আদপে তা একেবারেই হচ্ছে না। এই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হওয়ার সুবাদে, জার্সিতে তাদের নাম দেওয়া হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
ROHIT SHARMA

নিজস্ব সংবাদদাতা : আর কিছুদিনের মধ্যেই আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এবার এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল জার্সি সকলের সামনে নিয়ে এলো বিসিসিআই। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারদের নিয়ে একটি বিশেষ ফটোসেশন করা হয়, আর এবার এই ফটোসেশনের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো বিসিসিআই। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ভারতীয় দলের জার্সিতে জ্বলজ্বল করছে আয়োজক দেশ পাকিস্তানের নাম।

HARDIK PANDYA

প্রথমে মনে করা হচ্ছিল যে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম থাকার বিরোধিতা করবে বিসিসিআই, কিন্তু আদপে তা একেবারেই হচ্ছে না। এই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হওয়ার সুবাদে, জার্সিতে তাদের নাম দেওয়া হয়েছে। যদিও টীম ইন্ডিয়ার যাবতীয় ম্যাচগুলি পাকিস্তানের বদলে দুবাইয়ে আয়োজন করা হবে।