নিজের ধর্ম বাঁচাতে নিজের প্রাণ নিয়ে ভারতে চলে এসেছিলাম, কী বললেন পাকিস্তানি শরণার্থী

পাকিস্তানি হিন্দু শরণার্থী ধরমবীর সিএএ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ধর্ম বাঁচাতে পাকিস্তান থেকে ভারতে ২০১৪ সালে এসেছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani hindu refugee.JPG

নিজস্ব সংবাদদাতা : সিএএ বাস্তবায়ন প্রসঙ্গে দিল্লির মজনু কা টিলায় বসবাসকারী পাকিস্তানি হিন্দু শরণার্থী ধরমবীর বলেছেন, "আমরা আমাদের ধর্ম বাঁচাতে পাকিস্তান থেকে এখানে এসেছি। এই আইনটি কার্যকর করার সাথে সাথে মনে হচ্ছে যেন আমাদের মৃতদেহে প্রাণ এসেছে। আমি এখানে ২০১৩ সালে এসেছি। এই আইন আনার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই।"

narendra modi.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg