সীমান্তে ফের উদ্ধার পাকিস্তানি ড্রোন!

পাঞ্জাবের তরন তারানে পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
বনবভ

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে রবিবার তরন তারান জেলার রাজোকে গ্রামে একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ড্রোনটি ডিজেআই ম্যাট্রিক্স ৩০০ আরটিকে সিরিজের কোয়াডকপ্টার। ড্রোনটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং এর সাথে একটি স্ট্রিং সংযুক্ত ছিল, যা পেলোড বহন করার জন্য ছিল।

জানা গিয়েছে, ১১ জুন সন্ধ্যা ৬টা নাগাদ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তরন তারান জেলার রাজোকে গ্রামের উপকণ্ঠে পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ। তল্লাশির সময় গ্রাম সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে সম্পূর্ণ ভাঙা অবস্থায় একটি ড্রোন এবং পেলোড বহনের জন্য সংযুক্ত স্ট্রিং উদ্ধার করা হয়।

শনিবার সকালে পাঞ্জাবের অমৃতসরের রাই গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে আসা সন্দেহভাজন মাদক বহনকারী একটি ড্রোন ভূপাতিত করার একদিন পর বিএসএফ এই উদ্ধারের ঘটনা ঘটে।

এর আগে গত ৮ জুন অমৃতসর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করে বিএসএফ।
বুধবার রাত ৯টা ১০ মিনিটে অমৃতসর জেলার ভাইনি রাজপুতানা গ্রামের কাছে সন্দেহভাজন ড্রোনের মৃদু আওয়াজ শুনতে পান বিএসএফ জওয়ানরা। নির্ধারিত মহড়া অনুযায়ী বিএসএফ জওয়ানরা ড্রোনটিকে আটকাতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায়।