নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলার জেরে, পাকিস্তান সরকারের এক্স (টুইটার) অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল ভারতে। বিভিন্ন সূত্রের মতে, এই পদক্ষেপ ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/24/kbGiCVbRx8n18cxSkE88.jpeg)
যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।