নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পর্যটকদের উপরেই হয় সেই হামলা। কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করেছে। সামনে এল তালিকা।
/anm-bengali/media/post_attachments/indiatoday/images/story/202504/pahalgam-terror-attack-235644627-16x9_0-826726.jpg?VersionId=V4jUgxjQ2z6oTHPdvKJ2dYkk5e4D8zNb&size=690:388)
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে রয়েছেন কলকাতার একজন মার্কিন প্রবাসী টেকনিশিয়ান, বিহারের একজন আবগারি পরিদর্শক, কর্ণাটকের একজন রিয়েলটর, ওড়িশার একজন হিসাবরক্ষক, একজন নৌবাহিনীর কর্মকর্তা প্রমুখ যারা তাদের পরিবারের সাথে বৈসরনের মনোরম তৃণভূমিতে আনন্দ উপভোগ করছিলেন।
/anm-bengali/media/media_files/2025/04/23/gVvzmVES6jCms7qweztJ.PNG)
/anm-bengali/media/media_files/2025/04/23/NeyRKpaaL33Bh7opl7Wh.PNG)