নিজস্ব সংবাদদাতা : আজ সকালে ফের একবার রক্তাক্ত হয়ে ওঠে কাশ্মীর। কাশ্মীরের পহেলগাঁও-এ অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বেশকিছু জন মানুষ, আহত হন আরও অনেকে। এই ঘটনার ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র কাশ্মীর জুড়ে। আর এবার আজকের এই ঘটনার ভয়াবহতার কথা শোনালেন এক প্রত্যক্ষদর্শী গুলজার আহমদ। তিনি এই এলাকারই স্থানীয় বাসিন্দা। আজকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সবাই স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম, ২:৪৫ নাগাদ হঠাৎ করেই সবাই দৌড়াতে শুরু করে। পরে জানতে পারি গুলি চলেছে। আমরা সঙ্গে সঙ্গেই এলাকা ছেড়ে চলে যাই।"
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)
এরপর তিনি বলেন,"এই হামলার ফলে কাশ্মীরের পর্যটনে গুরুতর প্রভাব পড়বে। এখন যা-ই করা হোক না কেন, মানুষের বিশ্বাস আর ফিরে আসবে না।"