নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ইতিমধ্যেই হাতে এসেছে আহতদের এক তালিকা। যেখানে নাম রয়েছে ৮ জনের। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। যার মধ্যে শুধু গুজরাতের বাসিন্দা নেই, আছে কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশার বাসিন্দাও। সেই তালিকাটি হল খানিকটা এই রকম -
বিনো ভাট, গুজরাটের বাসিন্দা
মানিক পাতিল
রিনো পান্ডে
এস. বালাচন্দ্রু, মহারাষ্ট্রের বাসিন্দা
ডঃ পরমেশ্বর
অভিজবন রাও, কর্ণাটকের বাসিন্দা
সন্তু, তামিলনাড়ুর বাসিন্দা
সাহসী কুমারী, ওড়িশার বাসিন্দা
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)
একজন শীর্ষ সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঘটনার পরপরই সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতির পূর্ণ বিশ্লেষণে কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।