নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত কমলা পূজারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিশিষ্ট নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "শ্রীমতী কমলা পূজারীজির প্রয়াণে আমি মর্মাহত। তিনি কৃষিতে বিশেষ করে জৈব কৃষি চর্চা এবং দেশীয় বীজ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টেকসই সমৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় তার কাজ বছরের পর বছর স্মরণীয় হয়ে থাকবে। তিনি আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নেও আলোকবর্তিকা ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।"