কাবেরি জল ইস্যুতে প্রতিবাদকারীদের আটক করেছে পুলিশ, দেখুন ভিডিও

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "আমাদের কাছে ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, জনগণের স্বার্থ গুরুত্বপূর্ণ। আমরা এতে দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

author-image
Adrita
New Update
x

নিজস্ব সংবাদদাতাঃ কাবেরি নদীতে (Cauvery River) জল বণ্টনের সমস্যা (Water Issue) নিয়ে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে চলছে দ্বন্দ্ব। এই পরিপ্রেক্ষিতে ব্যাঙ্গালোর পুলিশ (Bangalore Police) কন্নড়পন্থী সংগঠনের সদস্যদের আটক করেছে। তাদের মধ্যে মহিলারাও রয়েছেন। প্রতিবাদকারীদের আটক করে একটি বাসে তোলা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে তাই রাস্তায় রাস্তায় নামানো হয়েছে র‍্যাফও। 

উল্লেখ্য, নয়াদিল্লিতে কাভেরী জল নিয়ন্ত্রণ কমিটি কর্ণাটককে বিলিগুন্ডলুতে ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রতিদিন ৩০০০ কিউসেক জল ছাড়ার সুপারিশ করা হয়েছে। 

 

HG