নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা। পর্যটকদের ধর্ম দেখে গুলি করে জঙ্গিরা। জঙ্গিদের হাত থেকে পর্যটকদের বাঁচাতে কাশ্মীরের এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কাশ্মীরের স্থানীয় মানুষরা। পহেলগাঁওয়ের স্থানীয় বাসিন্দারা, হোটেল মালিক ও দোকানিরা মঙ্গলবার রাতেই হামলার বিরোধিতা করে বিক্ষোভ দেখান। বুধবার সকালে শ্রীনগরের রাস্তায় ব্যাপক পরিমানে সাধারণ মানুষ জমা হন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ দেখানো সাধারণ মানুষ বলেন, "পর্যটকরা হলেন আমাদের অতিথি। কোনওভাবেই আমরা এই হামলা মেনে নেবো না। হিন্দু মুসলমান ভাই-ভাই।" তাঁরা জঙ্গিদের কঠোর শাস্তির দাবি তোলেন। প্রসঙ্গত, গত তিন বছরে জম্মু ও কাশ্মীরে পর্যটক ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। যার জেরে কাশ্মীরের অর্থনীতি অনেকটা সচল হয়েছে। এই হামলা পরিকল্পনা করে কাশ্মীরের অর্থনীতিতে আঘাত হানার চেষ্টা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/f2rRWYsBvnW1yogjUmG4.jpg)