নিজস্ব সংবাদদাতা : আজ মহারাষ্ট্রের সমস্ত বিরোধী দলের নেতারা, একযোগে গভর্নর সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে, বিধানসভার স্পিকার ও পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগপত্র জমা দিয়েছেন।
/anm-bengali/media/media_files/N6IaFYTfLjvH31htyYNO.webp)
তাদের অভিযোগ হল এই যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিরোধী দলের নেতাদের, বিধানসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা গভর্নরকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।