নিজস্ব সংবাদদাতা: পাটনা থেকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এদিন বলেন, “লালু প্রসাদ যাদবের আরজেডি হোক কিংবা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি হোক; রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস। যাই হোক না কেন, জনসাধারণের বিশ্বাস একজনের ওপরই। এমনকি জনসাধারণও কি বিশ্বাস করে যে তারা ক্ষমতায় আসবে? বিরোধীরা নিজেরাও জানে মোদির গ্যারান্টির ওপর ভরসা রাখছে গোটা দেশ”।
/anm-bengali/media/media_files/4oZnHc6c9fnnm1L10DAX.png)
/anm-bengali/media/media_files/8CfhFg2sSWwiLSWsAa0q.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)