নিজস্ব সংবাদদাতাঃ গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে এখনও অবধি আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে লোকসভা ও রাজ্যসভা। এদিকে বিরোধী সাংসদদের স্লোগানের মুখে লোকসভা (Loksabha) দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগও দাবি করেছেন বিরোধী সাংসদরা।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, ‘গতকাল সংসদে যা ঘটেছে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সংসদের নিরাপত্তার দায়িত্ব লোকসভা সচিবালয়ের।‘