নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুন্ডের পদত্যাগ প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক নানা পাটোলে এবার মন্তব্য করেছেন।
/anm-bengali/media/post_attachments/554e6b9b-965.png)
তিনি বলেছেন, "সরকারের এটি করতে এত সময় লেগেছে। এর অর্থ হল সরকার দোষীদের রক্ষা করছে। মহারাষ্ট্রে অপরাধ বেড়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী পরিষদে এমন বেশ কয়েকজন মন্ত্রী আছেন। প্রশ্ন হল, এই ধরনের মন্ত্রীদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে?"