শুরু হল বিরোধীদের মেগা বৈঠক, বিজেপিকে রুখতে পারবে?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গঠনের লক্ষ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে বিহারের পাটনায় বহুল প্রত্যাশিত বিরোধী বৈঠক শুরু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
meeting.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সকল অপেক্ষার অবসান। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ কৌশল তৈরি করতে পাটনায় বিরোধী নেতাদের একটি বৈঠক (Oppositions Meeting) শুরু হয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫টিরও বেশি বিরোধী দল এই বৈঠকে অংশ নিয়েছে। এদিন বৈঠকের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, 'ভারতে আদর্শের যুদ্ধ চলছে। একদিকে কংগ্রেসের 'ভারত জোড়ো' মতাদর্শ, অন্যদিকে আরএসএস ও বিজেপির 'ভারত তোড়ো' মতাদর্শ। কংগ্রেসের ডিএনএ বিহারে রয়েছে।'