বিক্ষোভ শুরু সাংসদদের, ফের কাঠগড়ায় মোদী সরকার

বিরোধী নেতারা তাদের ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখান।

author-image
SWETA MITRA
New Update
protest india.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শুরু হল সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল। দিল্লিতে বিজয় চক অবধি সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল হবে। পুরনো সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়েছে মিছিল। এদিকে মিছিল থেকেই ফের একবার সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, 'বিরোধীদের কণ্ঠরোধ করছে সরকার।  সংসদে কথা বলতে না দিলে কোথায় বক্তব্য রাখবেন সাংসদরা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে কথা বলছেন অথচ পার্লামেন্টে কেন বিবৃতি দিচ্ছেন না?'