নিজস্ব সংবাদদাতা: নীতি আয়োগ সভা বয়কট করার বিষয়ে, কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমার এদিন বলেন, “কোন 'নিতি' (নীতি) নেই, এটি চলে গেছে। এখানে কোনও ন্যায়বিচার নেই। তাই, আমাদের নেতারা প্রতিবাদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন সভা বয়কট করার”।
কর্ণাটক বিধানসভায় পেশ করা বৃহত্তর বেঙ্গালুরু গভর্ন্যান্স বিল প্রসঙ্গে তিনি বলেন, “তারা এটা নিয়ে রাজনীতি করছে। আমি তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। আমি এটা উত্থাপন করেছি। এটাকে পুঙ্খনাপুঙ্খ ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা হয়েছে কারণ আমরা বেঙ্গালুরুতে সুশাসন চাই। আমরা চাই প্রশাসন ভালো করুক, তাই আমরা একটি বিল এনেছি”।