মণিপুরে বিরোধী জোট: কারণ জানালেন বিজেপি মন্ত্রী

মণিপুরে বিরোধী জোট যাচ্ছে। এবার বিশেষ মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী। 

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: মণিপুরে যাচ্ছে বিরোধী জোট। এবার এই বিষয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল। জনগণের কাছে প্রাধান্য পেতে তারা মণিপুর যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

d

তিনি বলেছেন, "এতে বিশেষ কিছু বলার নেই। বিরোধীদেরও কারণ আছে। সাধারণ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জোট গঠিত হয়েছিল, যা কখনও মানুষের সামনে আসেনি। জনগণের কল্যাণে তাদের কোনো কর্মসূচি নেই। জনগণ বিরোধী দল ও তার নেতাদের বিশ্বাস করে না"।