নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এখনও ৪১ জন শ্রমিক টানেলের ভেতর আটকে রয়েছেন। একাধিক বাধা বিপত্তি পেরিয়ে চলছে কাজ। খারাপ হয়ে যাওয়া অগার মেশিন ঠিক করে নতুন করে টানেল খোঁড়ার কাজ শুরু হয়েছে। পাইপ পুশ করার জন্য অগার মেশিন ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২ মিটার ম্যানুয়াল ড্রিলিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এবার সুখবর দিলেন মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার। তিনি বলেছেন, "গত রাতে খুব ভালো কাজ হয়েছিল। আমরা ৫০ মিটার অতিক্রম করেছি। এখন প্রায় ৫ থেকে ৬ মিটার যেতে হবে। গতকাল রাতে আমাদের কোনো বাধা ছিল না। এটা খুব ইতিবাচক দেখাচ্ছে"। ফলে কয়েক দিনের মধ্যেই টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনার বিষয়ে বিশেষ নজর দিচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি একাধিক শ্রমিকের পরিবারের সঙ্গে গিয়েও কথা বলেছেন। শ্রমিকদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বর্তমানে উদ্ধারকার্যের একাধিক ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-