লোকসভা নির্বাচনে মাত্র ৪৮ ভোটে হার, ইভিএম হ্যাক! এবার এল বড় বার্তা- মুহূর্তে শোরগোল

ইভিএম হ্যাক নিয়ে কি বললেন সঞ্জয় নিরুপম?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: ইভিএম ইস্যুতে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এবার ইভিএম হ্যাক নিয়ে চলমান ইস্যুতে নিজের মন্তব্য করেছেন। উল্লেখ্য, মাত্র ৪৮ ভোটে লোকসভা নির্বাচনে হারতে হয়েছে উত্তর পশ্চিম মুম্বাইয়ের শিবসেনা (ইউবিটি) প্রার্থীকে। এই বিষয়কেই কেন্দ্র করে ইভিএম হ্যাকের বিষয়টি সামনে এসেছে। আর তার পাল্টা বার্তা দিয়েছেন সঞ্জয় নিরুপম।

তিনি বলেছেন, "শিবসেনা (ইউবিটি) উত্তর পশ্চিম মুম্বাইয়ের লোকসভা আসনটি ৪৮ ভোটে হেরেছে। তাদের এই সত্য মেনে নেওয়া উচিত। দ্বিতীয়ত, সঞ্জয় রাউত প্রতিদিন মিথ্যা বলেন। এটা খুব ভুল হবে যদি আপনি আমাকে তার মিথ্যার উপর ভিত্তি করে প্রশ্ন করেন এবং আমি তাদের উত্তর দিই। যদি উত্তর পশ্চিমে ইভিএম হ্যাক করা হত, তাহলে দক্ষিণ সেন্ট্রালেও ইভিএম হ্যাক করা হত, তারপর দক্ষিণ মুম্বাইতেও ইভিএম হ্যাক করা হত, তারপর উত্তর পূর্বেও ইভিএম হ্যাক করা হত। প্রথমত, তাদের যে ২-৩ জন এমপি জয়ী হয়েছেন তাদের পদত্যাগ করতে বলা উচিত। এই মিথ্যা ছড়ানোর জন্য সঞ্জয় রাউতের ক্ষমা চাওয়া উচিত। আদিত্য ঠাকরে, যিনি গতকালের খবরের ভিত্তিতে ইভিএম হ্যাক হওয়ার কথা বলেছিলেন, তারও ক্ষমা চাওয়া উচিত"। সঞ্জয় নিরুপমের এই বার্তাকে কেন্দ্র করে শুরু হল শোরগোল।

 

Add 1

lok sabha election 2024 | Aaditya Thackeray  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . shiv sena UBT