অনলাইনে ভর্তি , খালি রয়ে গিয়েছে অধিকাংশ আসন

রাজ্য জুড়ে চালু হয়েছে স্নাতক স্তরে ভর্তির অনলাইন অভিন্ন পোর্টাল।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছর স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। তবে এর ফলে আসন সংখ্যা সম্পূর্ণভাবে পূরণের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। 

Sunder Deep Group of Institutions - [SDGI], Ghaziabad - Reviews 2024-2025

সূত্র মারফত জানা গিয়েছে যে, গত ৭ জুলাই শেষ হয়েছে প্রথম দফায় অনলাইন আবেদন গ্রহণের প্রক্রিয়া। আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই পর্যন্ত চলবে পড়ুয়াদের নিজেদের পছন্দমতো বিষয় বেছে নেওয়ার প্রক্রিয়া।  আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া। 

Admission date in West Bengal colleges can be extended beyond August 20,  says Partha Chatterjee - India Today

সূত্র মারফত জানা গিয়েছে যে, এখনও বেশ কিছু কলেজে বেশিরভাগ সিটই খালি পরে আছে। তাই অনলাইনে ভর্তির ফলে কলেজগুলির সিট কীভাবে পূরণ হবে সেটাই এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে।  

College admission process has to be online, students can't be called before  classes start: West Bengal govt | Education News - The Indian Express

Adddd