নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছর স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। তবে এর ফলে আসন সংখ্যা সম্পূর্ণভাবে পূরণের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, গত ৭ জুলাই শেষ হয়েছে প্রথম দফায় অনলাইন আবেদন গ্রহণের প্রক্রিয়া। আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই পর্যন্ত চলবে পড়ুয়াদের নিজেদের পছন্দমতো বিষয় বেছে নেওয়ার প্রক্রিয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এখনও বেশ কিছু কলেজে বেশিরভাগ সিটই খালি পরে আছে। তাই অনলাইনে ভর্তির ফলে কলেজগুলির সিট কীভাবে পূরণ হবে সেটাই এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে।