নিজস্ব সংবাদদাতা: ক্রমশ বাড়ছে পেঁয়াজের দাম। ৪০ থেকে ৬০, ৬০ থেকে ৮০। আর এবার ১০০ ছোঁয়ার পথে পেঁয়াজ। ফলে পাত থেকে নিখোঁজ হতে শুরু করেছে এই সবজি। এমনই ভয়ঙ্কর চিত্র ধরা পড়ল উত্তর প্রদেশের মোরাদাবাদে। সেখানেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া।
এক সবজি বিক্রেতার কথায়, আজ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, আগে যা বিক্রি হচ্ছিল ২০-২৫ টাকা কেজি দরে। “আমি একজন সবজি ব্যবসায়ী, পেঁয়াজের বিক্রি কমে গেছে। আমরা মুলো এবং শসা বেশি করে বিক্রি করছি”।