স্বস্তি, আজ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ! কিন্তু কোথায়?

পেঁয়াজের বাফার বাড়ানোর পর আজ থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে এনসিসিএফ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ টম্যাটোর পর এবার পেঁয়াজের দামবৃদ্ধি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্র। টম্যাটোর মতো পেঁয়াজও মজুত করবে ন্যাশনাল কো-অপারেডিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF)। যার ফলে এক ধাক্কায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক হতে চলেছে। এবার ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। রবিবার কেন্দ্রের তরফে একথা ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। ন্যাশনাল কো-অপারেডিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) দিল্লির বিভিন্ন স্থানে কম দামে পেঁয়াজ বিক্রি করবে। দিল্লির বিভিন্ন সরকারি আউটলেট এবং মোবাইল ভ্যানে করে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। দিল্লির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ এবং আসামেও ভর্তুকি দামে পেঁয়াজ বিক্রি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কম দামে বিক্রির জন্য ইতিমধ্যে পেঁয়াজ মজুত করতে শুরু করেছে NCCF।

ক্রেতা সুরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, এবার ভর্তুকিতে ৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। যার জন্য ইতিমধ্যে ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুত করা হয়েছে। এরপর আরও ২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কেনা হবে। NCCF-এর পাশাপাশি NAFED-কেও কম দামে পেঁয়াজ বিক্রির নির্দেশ দিয়েছে কেন্দ্র।