মুখ্যমন্ত্রীর সামনে একের পর এক জঙ্গি অস্ত্র ফেলে দিলেন

কেন্দ্র ও আসাম সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী আটটি উপজাতীয় বিদ্রোহী গোষ্ঠীর মোট ১,১০০ সদস্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তাদের অস্ত্র হস্তান্তর করেছেন।

author-image
SWETA MITRA
New Update
assam govt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল আসাম সরকার (Assam Govt)। শান্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল আসাম। বিভিন্ন উপজাতীয় বিদ্রোহী সংগঠনের হাজার হাজার মানুষ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সহিংসতার পথ পরিত্যাগ করে শান্তির পথ বেছে নিয়ে অস্ত্র ফেলে দেন। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশনে প্রায় ১,১৮২ জন যোগ দিয়েছেন। তারা অস্ত্র ও গোলাবারুদ ত্যাগ করে শান্তির পথ বেছে নিয়েছে। আমরা আন্তরিকভাবে সকল মানুষকে স্বাগত জানাই।“

 

জানা গিয়েছে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পাঁচটি উপজাতি জঙ্গি গোষ্ঠী অস্ত্র সমর্পণ করে। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্র ও আসাম সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এই দুই গোষ্ঠী।

 

আত্মসমর্পণকারীরা অল ট্রাইবাল ন্যাশনাল লিবারেশন আর্মি (এএএনএলএ), বিরসা কমান্ডো ফোর্স (বিসিএফ), সাঁওতাল টাইগার ফোর্স (এসটিএফ), ট্রাইবাল কোবরা জঙ্গি আসাম (এসিএমএ) এবং ট্রাইবাল পিপলস আর্মির (এপিএ) সদস্য।