নিজস্ব সংবাদদাতাঃবুধবার অর্থাৎ আজ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। এই বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গান্দোহে চলমান এনকাউন্টারে এক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।
Doda | One terrorist has been neutralized in the ongoing encounter in Gandoh: J&K Police