হিন্দুস্তানে থাকলে হোলির রং সহ্য করতে হবে ! বড় দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা

কি বিস্ফোরক মন্তব্য করলেন এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
anil vij.jpg

নিজস্ব সংবাদদাতা : হোলি ও জুম্মাবার একই দিনে পড়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন, হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তিনি বলেন, ''আপনি যদি হিন্দুস্তানে বাস করেন, যা একটি হিন্দুদের দেশ, এবং সেখানে হিন্দুরা যদি তাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হোলি উদযাপন করে, আর তারফলে যদি কিছু রং আপনার গায়ে লাগে, তবে আপনার তা সহ্য করা উচিৎ।"

anil vij 123

এছাড়াও তিনি বলেন,''ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, আর আপনার বৃষ্টিতে ভিজতে সমস্যা আছে। তাহলে আপনার ঘরের ভিতর থাকা উচিৎ।''