সাতকালে শপিংমলের সামনে চলল গুলি... নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন

নভি মুম্বইয়ের সানপাদা এলাকায় ডি মার্টের বাইরে গুলিতে আহত এক ব্যক্তি।

author-image
Tamalika Chakraborty
New Update
gun editted.jpg

নিজস্ব সংবাদদাতা: নভি মুম্বইয়ের সানপাদা এলাকায় ডি মার্টের বাইরে গুলিতে আহত এক ব্যক্তি। ডিসিপি নভি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ অমিত কালে বলেছেন, "দুইজন সাইকেলবাহী দুষ্কৃতী সকাল 9.30 টার দিকে সানপাদা এলাকায় এক ব্যক্তির উপর গুলি চালায়, যাতে তিনি আহত হন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।"

Police