রিয়াসি জঙ্গি হামলা-গ্রেফতার ১! এই মুহূর্তের বড় খবর

রিয়াসি জঙ্গি হামলার ঘটনা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ রিয়াসি পুলিশের তরফে বুধবার অর্থাৎ আজ জানানো হয়েছে, রিয়াসি জঙ্গি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, পুনি এলাকার তেরিয়াথ গ্রামের কাছে শিব খোরি মন্দির থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বহনকারী বাসে সন্ত্রাসীরা গুলি চালালে রাজস্থান, উত্তরপ্রদেশ ও দিল্লির সাত তীর্থযাত্রীসহ ৯ জন নিহত ও ৪১ জন আহত হন। গোলাগুলির পর বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

;।,

Add 1