নিজস্ব সংবাদদাতাঃ রিয়াসি পুলিশের তরফে বুধবার অর্থাৎ আজ জানানো হয়েছে, রিয়াসি জঙ্গি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, পুনি এলাকার তেরিয়াথ গ্রামের কাছে শিব খোরি মন্দির থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বহনকারী বাসে সন্ত্রাসীরা গুলি চালালে রাজস্থান, উত্তরপ্রদেশ ও দিল্লির সাত তীর্থযাত্রীসহ ৯ জন নিহত ও ৪১ জন আহত হন। গোলাগুলির পর বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।