নিজস্ব সংবাদদাতা: ‘এক দেশ এক নির্বাচন’ বা ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নিয়ে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। বহু বিরোধী দলই এই পরিপ্রেক্ষিতে সমর্থন জানিয়েছেন এক দেশ এক নির্বাচন সিদ্ধান্তকে।
‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীত্বের বৈঠকে এই ‘এক দেশ এক নির্বাচন’-এর ওপর সিলমোহর দিয়েছে সকল মন্ত্রীই।
এবার এই 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' প্রসঙ্গে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট বলেন, “সিপিআই(এম) এর তীব্র বিরোধিতা করেছে। যখন রামনাথ কোবিন্দের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়েছিল, তখন আমরা বলেছিলাম এটি আমাদের উপর সরাসরি আক্রমণ হবে। সংসদীয় প্রক্রিয়া এবং কাঠামোর ওপর আঘাত হানবে। স্থানীয় নির্বাচন, যা রাজ্য সরকারের এখতিয়ারে রয়েছে, সেগুলিও এই নীতির মাধ্যমে কেন্দ্রের দ্বারা প্রভাবিত হবে। এই রিপোর্ট সংবিধান বিরোধী”।