এক দেশ এক নির্বাচনের জন্যে কি ভেঙে দেওয়া হবে সংসদ? উঠছে প্রশ্ন

'অনাস্থা ভোটের মাধ্যমে যদি দ্রুত বিলুপ্তির দাবি আসে তাহলে কী হবে?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cabinet-accepts-‘one-nation-1

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীত্বের বৈঠকে এই ‘এক দেশ এক নির্বাচন’-এর ওপর সিলমোহর দিয়েছে সকল মন্ত্রীই। 

এই প্রসঙ্গে বিজেডি সাংসদ সস্মিত পাত্র এদিন বলেন, “বিজু জনতা দল প্রাথমিকভাবে 'এক দেশ এক নির্বাচন' ধারণাকে সমর্থন করেছিল৷ কিন্তু ভারত সরকার এই পুরো বিষয়টিকে কীভাবে দেখছে তা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' কী হয়, তা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কেউ জানে না যে সংসদ ভেঙে দেওয়া হবে কিনা? আগামীকাল যদি একটি সাংবিধানিক সংকট দেখা দেয় তাহলে কী করা হবে?” 

modirakhi
File Picture

“অনাস্থা ভোটের মাধ্যমে যদি দ্রুত বিলুপ্তির দাবি আসে তাহলে কী হবে? এটার উপর ভালো হওয়া দরকার তাই আমি বলব যে আমরা মিডিয়া রিপোর্ট থেকে শুনেছি যে তারা সম্ভবত এটিকে আইনী যাচাইয়ের মধ্য দিয়ে যেতে দেবে। খামারের আইনের মতো তাড়াহুড়ো করবেন না। এটি পরে অনেক সমস্যায় পূর্ণ হবে। সুতরাং, আসুন কেবল রাজনৈতিক দলগুলির সাথেই নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের সাথেও এই বিষয়ে বিস্তৃত আলোচনা করা যাক”।

Adddd