নিজস্ব সংবাদদাতা: ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। ছুটি কাটাতে আসা নিরীহ পর্যটকদের লক্ষ্য করেই গুলি চালায় সন্ত্রাসবাদীরা। এক মহিলা জানিয়েছেন, জঙ্গিরা তাঁর স্বামীকে মাথায় গুলি করেছে। আরও সাত জন পর্যটক তাঁর সামনে জঙ্গিদের গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন।
সূত্রের খবর, এক জঙ্গি গোষ্ঠীর গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন পর্যটক। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। এলাকায় চলছে তল্লাশি অভিযান, শুরু হয়েছে জোরদার তদন্ত।
দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও অঞ্চল দীর্ঘদিন ধরেই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য, যার পরিচিতি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে। সারা বছরই দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা ভিড় জমান এই শান্তিপূর্ণ উপত্যকায়। আর এবার সেই শান্তি ভেঙে হামলা চালিয়ে রক্তাক্ত করল জঙ্গিরা।
সম্প্রতি উপত্যকার নানা এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তারই প্রেক্ষিতে কি এবার প্রতিশোধের বার্তা দিল জঙ্গিগোষ্ঠী?
/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)
পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানোয় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পহেলগাঁও-সহ উপত্যকার নানা প্রান্তে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, হামলাকারীদের চিহ্নিত করতে জোরদার অভিযান চলছে, এবং দ্রুতই তাদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে পুলিশ।
কাশ্মীরের শান্তিপূর্ণ চেহারায় ফের সন্ত্রাসের ছায়া— এই ঘটনায় উদ্বেগে পর্যটন শিল্প এবং সাধারণ মানুষ।