নিজস্ব সংবাদদাতা : একের পর এক ঘটনার তথ্য তুলে ধরে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাসকদল এক্স হ্যান্ডেলে লিখেছে যে বিজেপি নিজেদের ভাবমূর্তি মজবুত রাখার জন্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য যত দূর যেতে হয় যেতে ইচ্ছুক। যদি তাতে প্রাণহানির ঘটনা ঘটে তাও।
প্রসঙ্গত, সোমবার দুপুরে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে বিজেপি কর্মীদের একটি মেগা সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি কর্মীরা সভাস্থলে যাওয়ার পথে খারগোন জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। তারা যে বাসে করে যাচ্ছিলেন সেটা একটি ট্রাকে ধাক্কা মারে। জখম হন ৩৯ জন। একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করাতেই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়াও তৃণমূলের পোস্টে প্রথমেই উল্লেখ রয়েছে গতবছরে ঘটা আসানসোলের কম্বল কাণ্ডের। শুভেন্দু অধিকারীর একটি অনুষ্ঠানে কম্বল প্রদানের সময় পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এছাড়াও গত এপ্রিলে মহারাষ্ট্রে অমিত শাহের সভায় যোগ দিতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনারও উল্লেখ রয়েছে তৃণমূলের পোস্টে। পূর্ব পরিকল্পনা না থাকায় দুর্ঘটনা ঘটেছে বলেই ইঙ্গিত দেওয়া হচ্ছে।