একের পর এক মৃত্যু রাজ্যে! 'কঠিন সময়ে কোথায় মুখ্যমন্ত্রী?'

রাজ্যে ঘটে চলেছে একের পর এক মৃত্যু! কী কারণ? কোথায় মুখ্যমন্ত্রী? ম-ত্যুর দায় কার? উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
death

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মৃত্যুর সংখ্যা ৪০ ছুঁই ছুঁই। মৃতের মধ্যে রয়েছে নবজাতকও। কী কারণে মৃত্যু? দায় কার? কঠিন সময়ে মুখ্যমন্ত্রী কোথায়? প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে। 

প্রসঙ্গত, মুম্বইতে হাসপাতালে রোগী মৃত্যু নিয়ে এবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নিশানায় বর্তমান শিন্ডে সরকার। উদ্ধব ঠাকরে বলেছেন, কোভিডের সময় একই ডাক্তার, ডিন, নার্স, ওয়ার্ড বয়রা ছিলেন হাসপাতালে। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করে গিয়েছিলেন। আমার জানা মতে, মহারাষ্ট্রই একমাত্র রাজ্য যেখানে প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হত। গত কয়েকদিন থেকে থানে, ছত্রপতি সম্ভাজি নগর, নাগপুর এবং নান্দেদ থেকে মৃত্যুর  খবর আসছে এবং এখনও কিছু জায়গা থেকে খবর আসছে। কে দায়ী? এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল গিয়ে এর কারণ খুঁজে বের করা।"

 

 

 

 

 

 

hiring 2.jpeg