আধার কার্ড, হাতে আর এক দিন

এখনও পরিবর্তন করতে পারেন আধার কার্ডের কোনো তথ্য। হাতে আর এক দিন সময় রয়েছে। বুধবারের পর থেকে টাকা লাগবে।

author-image
Pritam Santra
New Update
aadhaar

 

নিজস্ব সংবাদদাতা: বিনামূল্যে আধার নথি পরিবর্তন বা আপডেট করার সময়সীমা বুধবার শেষ হচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ১৪ জুন পর্যন্ত নাগরিকদের অনলাইনে আধার কার্ডের নথি আপডেট করার জন্য কোনও চার্জ নেবে না। সিদ্ধান্ত অনুযায়ী, বিনামূল্যে মাইআধার পোর্টালে আধার লিঙ্কযুক্ত তথ্য আপডেট করতে বলা হয়েছিল। ইউআইডিএআই এর আগে টুইট করেছিল, "১৫ মার্চ থেকে ১৪ জুন, ২০২৩ পর্যন্ত https://myaadhaar.uidai.gov.in অনলাইনে বিনামূল্যে পরিচয় পত্র এবং ঠিকানা প্রমাণপত্র আপলোড করতে পারবেন।" ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে, তবে শুধুমাত্র মাইআধার পোর্টালে। আগের মতোই যদি কোনও দোকানে গিয়ে বা আধার সেন্টারে গিয়ে কোনও ধরনের আপডেট পান, তবে তার জন্য আপনাকে এখনও টাকা দিতে হবে।