নিজস্ব সংবাদদাতাঃ ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে তার সহযোগীদের একটি গ্রুপের ধারালো অস্ত্র নিয়ে হামলার পর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আত্মরক্ষার জন্য এক বাংলাদেশি পাচারকারীকে নিষ্ক্রিয় করেছে।
১১-১২ আগস্ট রাতে ভারতের দক্ষিণবঙ্গ সীমান্তের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের চাঁদনিচক সীমান্ত ফাঁড়ি থেকে বিএসএফের ওপর হামলা চালায় একদল চোরাকারবারি।
One Bangladeshi smuggler was neutralized in a retaliatory self-defence fire by the Border Security Force (BSF) following an attack by a group of his associates armed with sharp-edged weapons along the India-Bangladesh border in West Bengal's Malda district, the Central Armed…