নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বেঙ্গল জালেগা, তো পুরা ভারত জালেগা' মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, "একজন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একজন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের পরিস্থিতি সামাল দিতে পারছেন না। অন্য কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলেও তা লজ্জাজনক। এটা কোন ধরনের মানসিকতা? যে ব্যক্তি মুখ্যমন্ত্রী, তাকে কি মানানসই করা যায়? এতে তাদের দুর্বলতা ও ব্যর্থতা ফুটে ওঠে। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব বাংলায় রাষ্ট্রপতি শাসন কার্যকর করা হোক।"