সংসদে বিল উপস্থাপন, লক্ষ্য হল ওয়াকফকে ধ্বংস করা! বিস্ফোরক দাবি শিয়া ধর্মগুরুর

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিষয়ে বিশেষ মন্তব্য করলেন শিয়া ধর্মগুরু মৌলানা সৈয়দ কালবে জাওয়াদ।

author-image
Probha Rani Das
New Update
vdfgd80.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিষয়ে শিয়া ধর্মগুরু মৌলানা সৈয়দ কালবে জাওয়াদ বলেছেন, “সংসদে উপস্থাপিত বিল হল ওয়াকফের বিরুদ্ধে এবং এর লক্ষ্য ওয়াকফকে ধ্বংস করা। এতে উল্লেখিত বিষয়গুলোর কোনোটিই ওয়াকফের কোনো উপকারে আসে না। 

vdfgd79.jpg

সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসককে। ওয়াকফের অধিকাংশ দলিল হয় ফারসি বা উর্দুতে রচিত। যারা ওয়াকফ সম্পর্কে ওয়াকিবহাল তাদের বোর্ডে থাকা উচিত। 

vdfgd78.jpg