নিজস্ব সংবাদদাতাঃওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিষয়ে শিয়া ধর্মগুরু মৌলানা সৈয়দ কালবে জাওয়াদ বলেছেন, “সংসদে উপস্থাপিত বিল হল ওয়াকফের বিরুদ্ধে এবং এর লক্ষ্য ওয়াকফকে ধ্বংস করা। এতে উল্লেখিত বিষয়গুলোর কোনোটিই ওয়াকফের কোনো উপকারে আসে না।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসককে। ওয়াকফের অধিকাংশ দলিল হয় ফারসি বা উর্দুতে রচিত। যারা ওয়াকফ সম্পর্কে ওয়াকিবহাল তাদের বোর্ডে থাকা উচিত।”
#WATCH | On Waqf (Amendment) Bill, 2024, Shia cleric Maulana Syed Kalbe Jawad says, "The presented in the Parliament is against the Waqf and it is aimed to destroy the Waqf. None of the points mentioned in it do not benefit the Waqf...The decision-making power has been given to… pic.twitter.com/9F65MlMQdD