নিজস্ব সংবাদদাতাঃ প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেদকর বিতর্ক প্রসঙ্গে এনসিপি-এসসিপি-কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটা অনেকটা নিট পরীক্ষার মতো; এনইইটি পরীক্ষায় জিনিসগুলো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে এবং এখানেও একই জিনিস ঘটছে। কেন কোনও ফায়ারওয়াল সিস্টেম সম্পূর্ণরূপে সুরক্ষিত নেই যাতে এই জাতীয় জিনিসগুলো না ঘটে? আমি মর্মাহত ও হতাশ। প্রতিদিন যেভাবে গল্প বের হচ্ছে, তা যেন সোপ অপেরার মতো। এটাই এই দেশের বাস্তবতা। এটা একটি দেশের নিরাপত্তার বিষয়। সেটাকে এত হালকাভাবে নিয়ে মেলোড্রামায় পরিণত করা হয়েছে, যা খুবই দুঃখজনক। এতে সরকারের নৈমিত্তিকতার পরিচয় পাওয়া যায়।"