নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার বিশেষ মন্তব্য করলেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন।
তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গ হয়ে আমাদের দেশ ও ওড়িশায় প্রচুর মানুষ আসছেন। ওড়িশায় আসা বাংলাদেশি নাগরিকদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে।
পরিস্থিতি পর্যালোচনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও। আমরা ইতিমধ্যেই আমাদের উপকূলীয় নিরাপত্তাকে সতর্ক করে দিয়েছি। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর সব মেরিন থানাকে সচেতন করা হয়েছে।”
Bhubaneswar: On the situation in Bangladesh, Odisha Law Minister Prithiviraj Harichandan says, "A lot of people are coming to our nation and Odisha through West Bengal. The process to verify the identities of Bangladeshi nationals who are coming to Odisha will start very soon.… pic.twitter.com/4w0HLyAlTq