নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ বলেছেন, "আমি চাই পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখুক। ভারত সরকার কী পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে আমাদের তথ্য সরবরাহ করুন। বিভিন্ন সূত্র থেকেও আমরা তথ্য পাচ্ছি। সরকার ও বিরোধী দলের মধ্যে যদি সংলাপ হয়, তাহলে আমরাও আমাদের তথ্য তাদের কাছে পৌঁছে দিতে পারব।"
#WATCH | Delhi: On the political crisis in Bangladesh, Deputy Leader of Congress in Lok Sabha, Gaurav Gogoi says, "I want the Ministry of External Affairs to remain in constant touch with the leaders of the opposition parties. Keep providing us the information about the steps the… pic.twitter.com/aL3YbxWkUh