বিরোধীদের ওয়াকআউট-২৪০ আসন পেয়েও ঔদ্ধত্য কমেনি মোদীর! বিস্ফোরক নেত্রী

বিজপিকে আক্রমণ করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
'ল;ক,ন

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, "প্রধানমন্ত্রী সংবিধানের গুণগান গাইছিলেন, সেই একই প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন যে তিনি নিজেই ৩৭০টি আসন জিতবেন, রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনডিএ ৪০০-র বেশি আসন পাবে এবং তিনি ৪০০ আসনের স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সব প্রার্থী বলতে থাকেন, সংবিধান পরিবর্তন করা হবে। বিরোধী দলনেতা তিন থেকে চারবার অনুরোধ করেছিল যে তিনি হস্তক্ষেপ করতে চেয়েছিলেন কারণ সেখানে মিথ্যা পরিবেশন করা হচ্ছিল কিন্তু তিনি সুযোগ পাননি। সেজন্য আমরা বলেছি, তারা যদি আমাদের কথা শুনতে না চায় তাহলে তারা সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা মানেনি এবং এখনও একই ঔদ্ধত্য নিয়ে চলছে, তাহলে আমরাও সংসদ থেকে ওয়াকআউট করেছি। যাঁরা অপমানিত বোধ করছেন, তাঁরা হলেন সেই মানুষ, যাঁদের কাছে ২৪০-এ এসে থমকে গিয়েছে জনগণ। তারা তাদের ক্ষোভ ও হতাশা আমাদের দরজায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো, তারা কাউকে কথা বলার সুযোগ দেয়নি।" 

Adddd