নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুমের মধ্যেই মধ্যবিত্তের হেঁশেলের পারদ চড়েছে। দেশের কোথাও ৭০ টাকা কেজি দরে কোথাও আবার ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। এমনকী কোথাও কোথাও ১০০ টাকা দর হওয়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন পেঁয়াজ কিনতেই ভয় পাচ্ছে।
আর অন্যদিকে, দিল্লীর দূষণের মাত্রাও দিন দিন বাড়ছে। নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। এসবের প্রতিবাদ করতেই এক যজোট হয়েছে কংগ্রেস দল। তারা গলায় পেয়াজের মালা পরে, মুখে মাস্ক লাগিয়ে আর হাতে সরকারের বিরোধিতা করে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ সভা করে। 'এক্স' হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি সহ দিল্লি কংগ্রেস নেতারা পেঁয়াজের দাম বৃদ্ধি এবং দূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।