একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে দূষণ; প্রতিবাদে নামলো কংগ্রেস

নাসিকের লাসাগাঁও-তে ৯ থেকে ১৮ নভেম্বর বাজার বন্ধ থাকায় আর পেঁয়াজের জোগান বেশি হয়ে যাওয়ায় কম দামে সেগুলি বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, দূষণ মাত্রা ছাড়িয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নোটিশ ধরিয়েছে দিল্লি সহ বেশ কিছু রাজ্যকে।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুমের মধ্যেই মধ্যবিত্তের হেঁশেলের পারদ চড়েছে। দেশের কোথাও ৭০ টাকা কেজি দরে কোথাও আবার ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। এমনকী কোথাও কোথাও ১০০ টাকা দর হওয়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন পেঁয়াজ কিনতেই ভয় পাচ্ছে। 

hire

আর অন্যদিকে, দিল্লীর দূষণের মাত্রাও দিন দিন বাড়ছে। নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। এসবের প্রতিবাদ করতেই এক যজোট হয়েছে কংগ্রেস দল। তারা গলায় পেয়াজের মালা পরে, মুখে মাস্ক লাগিয়ে আর হাতে সরকারের বিরোধিতা করে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ সভা করে। 'এক্স' হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। 

দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি সহ দিল্লি কংগ্রেস নেতারা পেঁয়াজের দাম বৃদ্ধি এবং দূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

hiring.jpg