নিজস্ব সংবাদদাতাঃ আজ দুর্গা ষষ্ঠী। শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রিয় দুর্গোৎসব। তবে শুধু বাঙালি'ই কেন, সারা ভারত মেতে ওঠে এই সময়। সারা ভারতে এই উৎসবকে ' নবরাত্রি '। অর্থাৎ প্রথমা থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
এই পুজো তাই সকলের। আর তাই তাতে যোগ দেয় 'তৃতীয় লিঙ্গ' এর মানুষরাও। ভুবনেশ্বরের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা নবরাত্রি উদযাপনের জন্য ঐতিহ্যবাহী আচার অনুসরণ করে দুর্গা আরতির আয়োজন করেছেন।
/anm-bengali/media/media_files/IiDgJ3e2wOPYgQT440xN.jpg)
নবরাত্রির প্রথম দিনেই তারা এই উৎসব উদযাপন করতে অল ওডিশা কিন্নর মহাসংঘের সভাপতি মীরা পারিদার নেতৃত্বে একটি 'কলশ যাত্রা' বের করেছিল।