নিজস্ব সংবাদদাতাঃ আজ দুর্গা ষষ্ঠী। শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রিয় দুর্গোৎসব। তবে শুধু বাঙালি'ই কেন, সারা ভারত মেতে ওঠে এই সময়। সারা ভারতে এই উৎসবকে ' নবরাত্রি '। অর্থাৎ প্রথমা থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনা।
এই পুজো তাই সকলের। আর তাই তাতে যোগ দেয় 'তৃতীয় লিঙ্গ' এর মানুষরাও। ভুবনেশ্বরের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা নবরাত্রি উদযাপনের জন্য ঐতিহ্যবাহী আচার অনুসরণ করে দুর্গা আরতির আয়োজন করেছেন।
নবরাত্রির প্রথম দিনেই তারা এই উৎসব উদযাপন করতে অল ওডিশা কিন্নর মহাসংঘের সভাপতি মীরা পারিদার নেতৃত্বে একটি 'কলশ যাত্রা' বের করেছিল।