গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, বিজেপি সরকারকে উৎখাত! বড় বার্তা বামপন্থি নেতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে রামলীলা ময়দানে আজ মহা সমাবেশ করবে ভারত জোট। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন সিপিআইয়ের নেতা ডি রাজা।

author-image
Probha Rani Das
New Update
cpikl1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে রামলীলা ময়দানে আজ সকাল ১১টা থেকে সমাবেশ করবে ভারত জোট। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা।  

drajaa1.jpg

আজকের ভারতীয় জোটের সমাবেশ সম্পর্কে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, "আজকের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পরপরই এই ঘটনা ঘটছে। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তাকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার হলেন বর্তমান মুখ্যমন্ত্রী। সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে। এই সমাবেশ দেশজুড়ে একটি বড় বার্তা দিতে যাচ্ছে যে ভারত, সংবিধান এবং গণতন্ত্রকে বাঁচাতে হলে বর্তমান বিজেপি সরকারকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে হবে। 

Add 1