নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে তাপপ্রবাহের জেরে নাজেহাল বঙ্গবাসী। অপরদিকে, ভুস্বর্গে (Kashmir Snowfall) তাপমাত্রা মাইনাসে। শুক্রবার রাত থেকে শ্রীনগর, পহেলগাঁও, বান্দিপোরা, কুলগাম, শোপিয়ান এবং পুলওয়ামা জেলায় শুরু হয়েছে তুষারপাত। কাশ্মীর (Kashmir) এই মুহূর্তে ঢেকেছে ২ সেমি পুরু বরফে।
দিনকয়েক আগে থেকেই তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায়। বরফ জমে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। সূত্রের খবর, বানিহাল এবং কাজিগুন্দের কাছে জাতীয় সড়কের উপর পুরু বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। নতুন করে তুষারপাতের জেরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে কাশ্মীরের উপত্যকা এলাকায়।
মৌসব ভবন সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে ৯.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২. ০ ডিগ্রি। যা এই সময়ে দাঁড়িয়ে রেকর্ড।
/anm-bengali/media/media_files/gM6x44P6dnrM1VsAklBn.jpg)